জহির হোসেন, বিশেষ প্রতিনিধি কুমিল্লা :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ২৫৬ কুমিল্লা ০৮(বরুড়া) আসনে সাত প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন কুমিল্লা জেলা রিটার্নীং অফিসার ও জেলা প্রশাসক মুশফিকুর রহমান। চার ডিসেম্বর দুপুর বারটায় কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে পনের প্রার্থীর মধ্যে যাচাই বাছাই শেষে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আবু জাফর মোঃ শফিউদ্দিন শামীমের মনোনয়ন পত্র বৈধ,নাছিমুল আলম চৌধুরী নজরুল (স্বতন্ত্র) বৈধ, জাতীয় পার্টি মনোনীত লাঙ্গলের প্রার্থী ড. এইচ এম এম ইরফান বিন তোরাব , তরিক্বত ফেডারেশনের প্রার্থী রেজাউল হক চাঁদপুরী ,জাকের পার্টি মুফতি শরীফুল ইসলাম বৈধ,বাংলাদেশ ইসলামি ফ্রন্ট মোঃ মাসুদুল ইসলাম, পাটোয়ারী অধ্যাপক নুরুল ইসলাম মিলন( স্বতন্ত্র) বৈধ, বাংলাদেশ সুপ্রীম পার্টির প্রার্থী মোজাম্মেল হক বশির সহ আট জন সংসদ সদস্য পদপ্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেন জেলা প্রশাসক মুশফিকুর রহমান। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী মোঃ মফিজ উদ্দিন, মোঃ সোহেল আহমদ ( স্বতন্ত্র) , ,বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী আবুল ফারা আবদুল আজীজ , স্বতন্ত্র প্রার্থী তাহমিনা চৌধুরী (স্বতন্ত্র) , বাংলাদেশ ওয়ার্কাস পার্টি মোঃ আহসান উল্ল্যাহ স্থগিত, বাংলাদেশ কংগ্রেস মোঃ হান্নান মিয়ার মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করা হয়েছে ।