1. info@www.newsibangla.com : news :
দিনাজপুরে ১১৩ বোতল ফেন্সিডিল ও ৯ বোতল এমকেডিলসহ মাদক ব্যাবসায়ী মাসুদ আঁটক - News i Bangla দিনাজপুরে ১১৩ বোতল ফেন্সিডিল ও ৯ বোতল এমকেডিলসহ মাদক ব্যাবসায়ী মাসুদ আঁটক - News i Bangla
মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ :
ফুলবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে আতাউর রহমান মিল্টন বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত ডোমার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত সরকার ফারহানা আখতার সুমি চট্টগ্রামে র‌্যাবের পাতা ফাঁদে আঁটকে গেল ৪ চাঁদাবাজ নাজাত যেন মেলে নালিতাবাড়ীতে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে প্রার্থীদের গণসংযোগ এক বছরের মাথায় চিলাহাটি এক্সপ্রেস কোচ লক্কড়ঝক্কড় বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব উচ্চ বিদ্যালয়ে শিক্ষক/কর্মচারী যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুরের শ্রীপুরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চিলাহাটিতে ভোক্তা অধিকারের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা শেকড়ের সন্ধানে শীর্ষক সুরেন্দ্রনাথ কলেজের ছাত্র-ছাত্রীদের নিয়ে সপ্তম মিলনমেলা

দিনাজপুরে ১১৩ বোতল ফেন্সিডিল ও ৯ বোতল এমকেডিলসহ মাদক ব্যাবসায়ী মাসুদ আঁটক

অনলাইন ডেক্স
  • প্রকাশিত: সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ৩৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ দিনাজপুরে অভিযান চালিয়ে ১১৩ বোতল ফেন্সিডিল ও ৯ বোতল এমকেডিলসহ শীর্ষ মাদক ব্যাবসায়ী মাসুদকে আঁটক করেছে র‌্যাব-১৩।

গত রবিবার (৩ ডিসেম্বর) র‌্যাব-১৩ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুরের একটি চৌকশ আভিযানিক দল দিনাজপুর জেলার কোতয়ালি থানাধীন দিনাজপুর পৌরসভার পশ্চিম বালুয়াডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ মাদক ব্যবসায়ী মোঃ মনিরুল ইসলাম ওরফে মাসুদ (৪৫) আঁটক করতে সক্ষম হয়।

এসময় তার কাছ থেকে ১১৩ বোতল ফেন্সিডিল ও ৯ বোতল এমকেডিল উদ্ধার করা হয়। আটককৃত শীর্ষ মাদক ব্যবসায়ী মোঃ মনিরুল ইসলাম ওরফে মাসুদ (৪৫) দিনাজপুর জেলার কোতয়ালি থানার পশ্চিম বালুয়াডাঙ্গা (নতুন পাড়া) এলাকার মৃত শাহজাহান আব্দুর রহিম সাজুর পুত্র।
দিনাজপুর র‌্যাব -১৩ ক্যাম্প সুত্রে জানা যায়, নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে আটককৃত শীর্ষ মাদক ব্যবসায়ী দিনাজপুরের কোতয়ালি থানা এলাকার মাদক সিন্ডিকেটের মধ্যে অন্যতম। সে দীর্ঘদিন যাবৎ ভারতীয় সীমান্ত এলাকা দিয়ে বিভিন্ন কৌশল অবলম্বন করে মাদক সিন্ডিকেটের মাধ্যমে আমদানী নিষিদ্ধ সর্বনাশা মাদক (ফেন্সিডিল, এমকেডিল)সহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করে আসছে।
আটককৃত আসামী স্থানীয় লোকজনের চোখের আড়ালে অবৈধ মাদকদ্রব্য সমুহ মজুদ করে ব্যবসা করে আসছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত শীর্ষ মাদক ব্যবসায়ী পার্শ্ববর্তী দেশ ভারত সীমান্ত এলাকা হতে সিন্ডিকেটের মাধ্যমে ফেন্সিডিল ও এমকেডিল সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানের মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করে আসছে মর্মে স্বীকার করেন।

আটককৃত শীর্ষ মাদক ব্যবসায়ী মোঃ মনিরুল ইসলাম ওরফে মাসুদ (৪৫) এর বিরুদ্ধে কোতয়ালি থানায় র‌্যাব-১৩ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু পূর্বক তাকে বিঁধি মোতাবেক সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছেন।
র‌্যাব -১৩, দিনাজপুর ক্যাম্প এর সিনিঃ সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং