ফাতেমা আক্তার মাহমুদা :
ঝালকাঠি জেলায় নলছিটির ২ নং নগর ইউনিয়নে কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত।
১ ডিসেম্বর শুক্রবার বিকেলে ঝালকাঠি জেলায় নলছিটির ২ নং মগড় ইউনিয়নে কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। ত্রি-বার্ষিক সম্মেলনে ২ নং মগড় ইউনিয়নের কৃষক লীগের সভাপতি ও (১ নং ওয়ার্ড ইউপি সদস্য) বিশিষ্ট সমাজসেবক জনাব মো: আলী আকবর মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলার কৃষকলীগের সভাপতি এ্যাড.আব্দুল মান্নান রসুল। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলার কৃষকলীগের সাধারণ সম্পাদক এ্যাড.লিয়াকত আলী খান, নলছিটি উপজেলা কৃষকলীগের সভাপতি মোঃ ফিরোজ আলম খান, নলছিটি উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, ২ নং মগড় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আহসান কবির, ২ নং মগড় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান এনামুল হক শাহীন,২ নং মগড় ইউনিয়নের কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃচুন্নু হাং এবং ১ নং আওয়ামী লীগের সভাপতি মোঃ সেলিম ফকির, মোঃ মকবুল মিয়া ,মোঃ সোহেল মিয়া সহ,ও এলাকার অন্যান্য গর্নমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে কৃষকলীগের সকল নেত্রীবৃন্দ একযোগে কাধে কাধ মিলিয়ে কাজ করে যেতে হবে। তিনি আরো বলেন আগামী ৭ জানুয়ারী দ্বাদশ নির্বাচনে কৃষকদের মান উন্নয়নে সকলকে নৌকার প্রতিকে ভোট দিয়ে পুনরায় আওয়ামীলীগ সরকারকে ক্ষমতায় আনতে হবে। সভার সভাপতি জনাব মো:আলী আকবর মিয়া বলেন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে আর সেই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে পুনরায় আমাদের আওয়ামীলীগ সরকাররে ক্ষমতায় আনতে হবে। ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি আরো বলেন আওয়ামীলীগ ক্ষমতায় আসলে জননেত্রীর শেখ হাসিনার স্মাট বাংলাদেশ গড়তে অনেকটাই সহজ হবে। ত্রি-বার্ষিক সম্মেলনে অনুষ্ঠানের বিশেষ অতিথি, চেয়ারম্যান সহ অন্যান্য নেতৃবৃন্দগণ বক্তব্য রাখেন। জানা যায় এই সময় পুনরায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজসেবক জনাব মোঃ আলী আকবর মিয়া, এবং সাধারণ সম্পাদক মোঃ চুন্নু হাওলাদার। তারা সকলের কাছে দোয়া চেয়েছেন এই সাংগঠনিক দায়িত্ব তারা সব সময় ধরে রাখতে পারেন।