রিয়াজুল হক সাগর,রংপুর প্রতিনিধি:
রংপুরের কাউনিয়ায় নেশাজাতীয় মাদকদ্রব্য ফেনসিডিল ও স্কার্ফ সহ এক নারীকে গ্রেফতার করেছে আরপিএমপি পুলিশ। ওই নারীকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার (০৪ ডিসেম্বর) রংপুর আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতার গিনি বেগম (৪৬), তিনি উপজেলার হারাগাছ ইউনিয়নের ধুমগড়া গ্রামের মৃত রফিকুল ইসলামের স্ত্রী। রংপুর মেট্টোপলিটন হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার এসআই কমল মোহন্ত ও সঙ্গিও ফোর্স ধুমগড়া গ্রামে অভিযান চালিয়ে গিনি বেগমকে আটক করে। এসময় তার কাছ থেকে চার বোতল ফেনসিডিল ও ছয় বোতল স্কার্ফ উদ্ধার করে পুলিশ। গিনি বেগমের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে ওসি মোজাম্মেল হক বলেন, এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারায় গিনি বেগমের বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে সোমবার আদালতে পাঠানো হয়েছে।