আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার।
নড়াইলের লোহাগড়া পৌর এলাকার লোহাগড়া বাজারের স্বর্ণপটি রোডে সাবেক সন্ধ্যা সিনেমা হলের পাশে অবস্থিত ঢাকা হাজী বিরিয়ানি হাউজ।
গত ২৯/১১/ বুধবার, উক্ত বিরিয়ানি হাউজ থেকে বিরিয়ানি ক্রয় করে নিয়ে যায় উপজেলার ধোলইতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শেখ আসকাত হোসেন।
এরপরে ওই বিরিয়ানি খেয়ে শিক্ষক, শিক্ষিকা,ছাত্র,ছাত্রী,শিশু সহ মোট ১২জন অসুস্থ হয়ে পড়ে তারা লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও অন্য জায়গায় চিকিৎসা দেয়,
এবিষয়ে ঢাকা বিরিয়ানি হাউজ এর শাহিন প্রথমে ওই শিক্ষকের কাছে খাবার বিক্রির কথা অস্বীকার করেন, কিন্তু শিক্ষক আসকাত নিজে ওই দোকানে গিয়ে দোকানের শাহিন কে বললে তখন সে খাবার বিক্রি বিষয়টা স্বীকার করেন,
এঘটনার পরে ভুক্তভোগী শিক্ষক-শিক্ষিকারা ৩ ডিসেম্বর রবিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো: আজগর আলী বরাবর একটা লিখিত অভিযোগ করেন।
লোহাগড়া উপজেলা প্রশাসন বিষয়টি আমলে নিয়ে ৫ ডিসেম্বর মঙ্গলবার বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট আরফিন জাহান সহকারি কমিশনার ভূমি লোহাগড়া ঢাকা বিরিয়ানি হাউজ কে ১০ হাজার টাকা জরিমানা করেন, এবং ভবিষ্যতে ভালো মানের খাবার পরিবেশনের জন্য নির্দেশনা দেন,