সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীী পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার লক্ষে বরগুনার আমতলীতে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সন্ধ্যা ৫ঘটিকার সময়ে আমতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রভাষক জিএম ওসমানী হাসান এর সঞ্চালনায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ যৌথ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট এম এ কাদের মিয়া,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গাজী মোঃ শামসুল হক,যুগ্ন সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর জাহিদুল ইসলাম জুয়েল তালুকদার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর জি,এম মুসা,উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান জাহিদ,ছাত্র লীগের সভাপতি এম এ মতিন খান,সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন সবুজ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাহিদুল ইসলাম মিঠু মৃধা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ,স্বেচ্ছাসেবক লীগ,শ্রমিক লীগ প্রমুখ।
সভায় বক্তারা আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীকে আমতলী উপজেলা থেকে বিগত নির্বাচনের চেয়েও বেশি ভোট প্রদানের মাধ্যমে বরগুনা-১ আসনে নৌকা মার্কার প্রার্থীকে জয়যুক্ত করার আশাবাদ ব্যক্ত করেন।