ফাতেমা আক্তার মাহমুদ ইভা ঢাকা ঃ বাংলাদেশ আওয়ামী লীগ এর পক্ষে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার জন্য “পেশাজীবী সমন্বয় উপ-কমিটির” সদস্য নির্বাচিত হওয়ায় কলসকাঠী’র কৃতি সন্তান সাবেক ডুয়েট ছাত্রলীগ নেতা, আইবির নির্বাচিত সদস্য, কলসকাঠী নাগরিক সমাজ এর সাধারণ সম্পাদক এবং বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী প্রকৌশলী আবদুল জলিল হাওলাদার পলাশ ভাই কে জানাচ্ছি “কলসকাঠী নাগরিক সমাজের স্থায়ী কমিটির” পক্ষ থেকে প্রানঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি তাহার পরিকল্পনা, দক্ষতা, আন্তরিকতা ও পরিশ্রমদ্বারা অর্পিত দায়িত্ব সুচারুরূপে পালন করে কলসকাঠীবাসীর মুখ উজ্জ্বল করবেন।