ফাতেমা আক্তার মাহমুদ ইভা স্টাফ রিপোর্টার ঢাকা ঃ
৩১৫বি১ এর গভর্নর লায়ন মোঃ লুৎফর রহমান রাত ১২টায় লায়ন্স ক্লাব অফ ঢাকা প্রেসিডেন্সির সভাপতি লায়ন শাহানা মুজিব ও মিঃ মুজিবকে উইশ করেন এবং পরের দিন কেক কেটে দিনটি ধুমধামে উদযাপন করেন। এ সময় লেডি গভর্নর সহ অন্যান্য লায়ন ও লিউ উপস্থিত ছিলেন। গভর্নর মহোদয় এ ধরণের কাজের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করলেন যা অন্যদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। ৩১৫বি১এর ডিস্ট্রিক গভর্নর একের পর এক ভালো কাজ করে চলেছেন যা বাংলাদেশে লায়নিজমের প্রসারে ব্যাপক ভূমিকা রাখবে।