আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার:
লোহাগড়ায় মুক্ত দিবস২০২৩ উদযাপন উপলক্ষে আজ শুক্রবার সকালে নানা কর্মসূচী পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিলো পতাকা উত্তোলন,আলোচনাসভা,দোয়া মাহফিল, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, শহীদের কবর জিয়ারত, তবারক বিতরণ।
মুক্তিযোদ্ধা সংসদ লোহাগড়া উপজেলা কমান্ডরের আয়োজনে বেলা ১১টায় মুক্তিযোদ্ধা কমপ্রেক্সে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজগর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান সিকদার এস,এম,এ হান্নান রুনু। এসময় আরো বক্তব্য রাখেন সহকারি কমিশনার(ভূমি) আফরিন জাহান, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এম,এম কবির হোসেন, সাবেক লোহাগড়া উপজেলার ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হামিদ,লোহাগড়া পৌর মেয়র সৈয়দ মসিয়ূর রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন,আওয়ামীলীগ নেতা মনজুরুল করিম মুন প্রমুখ।
এসময় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।