নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে শেখ রাসেল ফুটবল টূর্নামেন্টের ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। খেলায় বগুড়া সদর একাদশকে ১-০ গোলে হারিয়ে রাজশাহী ভোবানীগঞ্জ একাদশ বিজয়ী হয়।
গতকাল শনিবার বিকেলে উপজেলার ধুন্দার ডিএফসি ক্লাবের আয়োজনে ধুন্দার কলেজ মাঠে টূর্নামেন্টের ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খেলা শেষে বুড়ইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হকের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক ও নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা এলএলবি। আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি দুলাল চন্দ্র মহন্ত, বুড়ইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফিরোজ কামাল ফারুক, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বেনজির, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কালীপদ রায় প্রমুখ।