সিরাজুল ইসলাম পলাশ
লালমনিরহাটর হাতীবান্ধার উপজেলাধীন বিয়ের দাবিতে প্রেমিকার বাড়িতে গিয়ে বিষ পান করে আত্মহত্যা করেছে দুলু (১৮) নামে এক প্রেমিক।
৯ ডিসেম্বর শনিবার সকালে সকালে চিকিৎসাধীন অবস্থায় ওই প্রেমিকের মৃত্যু হয়।
স্থানীয় লোকজন জানান, উপজেলা সিংমারী ইউনিয়নের উত্তর-ধুবনী গ্রামের হাজীর মোড় এলাকার আব্দুল পুত্র দুলু’র সাথে প্রতিবেশী এক মেয়ের প্রেমের সম্পর্ক ছিলো। তারা বিয়ে করতে চাইলে আপত্তি উঠে দুই পরিবারের।
শুক্রবার মধ্যরাতে ওই মেয়ে বাড়িতে বিয়ের দাবিতে যায় দুলু। কিন্তু বাড়িতে মেয়েকে না পেয়ে সে বিষ পান করে আত্মহত্যা চেষ্টা করে। পরে তাকে উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা হাসপাতালে নেয়া হয়ে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম।