এম.মুনসুরুল ইসলাম মাসুম
কাজী আব্দুল আউয়াল যার কথা না বললেই নয়। এ কালেই অবিভক্ত বাংলাদেশের সুবিখ্যাত দানবীর কাজী আব্দুল আউয়াল । Kazi Abdul Awal Foundation প্রতিষ্ঠা করেন।তাঁর প্রতিষ্ঠান থেকে বিন্দু বাড়ি গাউসুল আজম সিনিয়র মাদ্রাসার গরিব কিছু ছাত্র-ছাত্রীদের ফরম ফিলাপ রেজিস্ট্রেশন ফি, পরীক্ষার ফিস, বেতন সহ গত ২০২২ সালের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার দাতা।বিন্দুবাড়ী হাজী বাড়ি মসজিদে পূর্বে দান করেছেন আর বর্তমানে দশ হাজার টাকা দান করিয়াছেন। জিওসি হাফিজিয়া কওমী মাদ্রাসা ও এতিমখানায় বিন্দু বাড়ি শ্রীপুর গাজীপুর পূর্বের ১০০০০ টাকা এবং ৯/ ১২/ ২০২৩ইং তারিখে আরো ৫০০০ টাকা দান করেছেন। এবং ভবিষ্যতে আরো দান করবেন এবং বিন্দুবাড়ী জিওসী জামে মসজিদে ৫০০০ টাকা দান করেছে। আমাদের সৌভাগ্যই বলতে হবে এ যুগে আমরা সেই দানবীর কাজী আব্দুল আউয়ালকে উত্তম -পুরুষ হিসেবে পেয়েছি এমন এক ব্যক্তিকে যাকে-অবলীলাক্রমে এ দেশের হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের লোক তাদের শিক্ষা দীক্ষা প্রভৃতি জীবনের সকলক্ষেত্রে মহান দাতা হিসেবে পেয়েছেন। তিনি হচ্ছেন দানবীর কাজী আব্দুল আউয়াল এ দানবীরের কর্মজীবন শুরু হয়েছে যৌবনের প্রারম্ভে। তিনি গাজীপুর বাসী অন্যান্য উৎসাহী যুবকদের সঙ্গে দেশে থেকে যান। তিনি একজন বিশিষ্ট কাজী হিসাবে কাজ করে থাকেন সাধারন মানুষের পাশে। তদবধি গাজীপুর এবং শ্রীপুরের কোন কোন প্রতিষ্ঠানে তিনি হাজী মোহাম্মদ মহসিনের মতই অকাতরে দান করে চলেছেন। তার এসব দানের মধ্যে স্কুল, কলেজ, মাদ্রাসাতে দান করেছেন এবং সম্পূর্ণ নিজ ব্যয়ে এরূপ অনেক সমাজকল্যাণমূলক জনহিতকর অনেক প্রতিষ্ঠান গড়ে তুলেছেন এবং এখনও তা অব্যাহত আছে।তিনি তার ওয়াদা মত তিনি কাজ করেন।