সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার আমতলীর বীর মুক্তিযোদ্ধা,সদা ধর্মানুরাগী মোহন খলিফার ৪র্থ মৃত্যু বার্ষিকীতে আমতলী রিপোর্টার্স ফোরাম এর আয়োজনে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
আজ ১০ই ডিসেম্বর রাত দশটার সময়ে মরহুমের ছোট ছেলে আমতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আমতলী পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান এর বাস ভবনে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
আমতলী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম আবু ছালেহ মোহাম্মদ আবদুর নুর এর পরিচালনায় দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন মরহুমের বড় ছেলে আমতলী পৌর আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ মজিবর রহমান,আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ সাইফুর রহমান সুমন,আমতলী সদর ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা,গুলিশাখালী ইউপি চেয়ারম্যান এডভোকেট এইচ এম মনিরুল ইসলাম মনি,সেন্ট্রাল প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ সাইফুল্লাহ নাসির,আমতলী প্রেসক্লাবের সভাপতি ও বরগুনা প্রতিনিধি খায়রুল বাশার বুলবুল,বনিক সমিতির সভাপতি মোঃ হারুন অর রশীদ, হলদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ মানুষের শহিদুল ইসলাম মৃধা,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল আকন,পৌরসভার প্যানেল মেয়র মীর হাবিবুর রহমান,পৌর কাউন্সিলর রিয়াজ উদ্দিন মৃধা,যুবলীগ নেতা মাহবুবুর রহমান,সাইফুল ইসলাম বাদল প্যাদা,আমতলী রিপোর্টার্স ফোরামের সভাপতি পারভেজ রানা,আমতলী সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সহ রাজনৈতিক,সামাজিক,শিক্ষক,সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষ।
দোয়া মোনাজাত শেষে সকলের মাঝে খিচুড়ী বিতরণ করা হয়।
উল্লেখ্য,বীর মুক্তিযোদ্ধা মোহন খলিফার দুই ছেলের মধ্যে বড় ছেলে আমতলী উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি এবং ছোট ছেলে আমতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আমতলী পৌর মেয়র।