আজমত হোসেন বান্দরবান জেলা প্রতিনিধি
স্থান চট্টগ্রাম একাডেমি হল
মমিন রোড আন্দরকিল্লা চট্টগ্রাম
সময় বিকেল পাঁচটা
১০-১২-২০২৩ ইং রোজ রবিবার
চট্টগ্রাম একাডেমী হলে কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণা ও কমিঠি গঠন অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন কবি নাজিম উদ্দিন শ্যামল প্রাক্তন সভাপতি চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন। বহু পচার প্রচারণার মধ্য দিয়ে শেষ হলো চট্টগ্রাম সাংবাদিক সংস্থান কার্যনির্বাহী পরিষদের নির্বাচন প্রক্রিয়া। ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে নির্বাচন কমিশন এই ভোট গ্রহণ করেছে। ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে সকল ভোটার ও পার্থী যে কোন জায়গায় বসে ভোট প্রয়োগ করতে সক্ষম হয়েছে। এতে সবাই আনন্দ অনুভব করে। এই নির্বাচনে সভাপতি, যোগাযোগ সম্পাদক,প্রচারও প্রকাশনা সম্পাদক, প্রশিক্ষণ সম্পাদক সমাজসেবা সম্পাদক, জেলা সমন্বয়কারী সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী ছিল না। আর সকল পদে প্রতিদ্বন্দ্বী ছিল। সবগুলো পদের মধ্যে বেশি চোখে পড়ার মত ছিল সাধারণ সম্পাদক। সাধারণ সম্পাদক পদে লড়াই করে নয়জন প্রার্থী। ৯ জন প্রার্থীর মধ্যে পাঁচজন ছিল পুরুষ প্রার্থী চারজন ছিল মহিলা পার্থী।নির্বাচন কমিশনের সিদ্ধান্তে 9 ডিসেম্বর রাত আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয় রাত দশটা শেষ হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ বেলাল হোসেন চেয়ারম্যান পাঁচ নং সরোয়াতলি ইউনিয়ন পরিষদ বোয়ালখালী চট্টগ্রাম।
প্রধান অতিথির বক্তৃতায় বলেন আমি একজন সাংবাদিক ছিলাম এবং বীর মুক্তিযুদ্ধ ও ছিলাম সাংবাদিকতা এক মহান পেশা এপেশায় কাজ করতে গেলে শুধু কার্ড নিয়ে ঘুড়াঘুড়ি করলে হবে না। এপেশায় কাজ করতে হলে প্রাতিদিন মাঠে প্রান্তরে ঘুরে বেড়ায়ে কাজ করতে হবে সটিক নিউজ করতে হবে। এবং আরো দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
এ অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আলি আহমেদ শাহিন চট্টগ্রাম ব্যুরো প্রধান মোহনা টেলিভিশন উনিও বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
আর ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন নাট্যজন সজল চৌধুরী সিনিয়র রিপোর্টর দৈনিক আমাদের নতুন সময়, আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ জিন্নাত আলী সম্পাদক জার নিউজ চট্টগ্রাম, সসভাপতিত্ব করেন সৈয়দ দিদার আশরাফী সভাপতি চট্টগ্রাম সাংবাদিক সংস্থা ও সম্পাদক সংবাদ শিরোনাম, আরো উপস্থিত ছিলেন বিভিন্ন জেলার সম্মানিত সাংবাদিকবৃন্দরা।
অনুষ্ঠান সঞ্চালনায় সার্বিক সহযোগিতায় ছিলেন ওসমান এহেতেসাম নবনির্বাচিত সাধারণ সম্পাদক চট্টগ্রাম সাংবাদিক সংস্থা সম্পাদক দৈনিক স্বপ্নের বাংলা।