সিপন রানা নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইল ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে নাগরপুর উপজেলায় গয়হাটা ইউনিয়ন আ.লীগের বর্ধিত কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে গয়হাটা ইউনিয়নে আলহাজ্ব মকবুল হোসেন মাদ্রাসা মাঠে ইউনিয়ন আ.লীগ কমিটি’র সকল নেতাকর্মীদের উপস্থিতিতে গয়হাটা ইউনিয়ন আ.লীগ সভাপতি মো. আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. রাশেদুল ইসলাম রাশেদ এর সঞ্চালনায় এই কর্মী সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌকা প্রতীকের প্রার্থী আহসানুল ইসলাম টিটু এমপি ও তার সহধর্মিণী আরিয়া ইসলাম।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা আ.লীগ সহ সভাপতি আনিসুর রহমান আনিস, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সবুর, আবদুল আলিম দুলাল, সাংগঠনিক সম্পাদক মো. শাহীদুল ইসলাম অপু, শেখ শামছুল হক, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. জাকির হোসেন তালুকদার, কৃষি ও সমবায় সম্পাদক মো. হুমায়ুন কবির, ত্রান ও সমাজকল্যাণ সম্পাদক উজ্জল হোসেন মোল্লা, উপজেলা কৃষক লীগ যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ, গয়হাটা ইউনিয়ন আ.লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাসেল খান, মহিলা আ.লীগ সভাপতি রেখা বেগম, সাধারণ সম্পাদক মিশু আক্তার সহ অন্যান্য ইউনিয়ন ও ওয়ার্ড আ.লীগের নেতাকর্মী বৃন্দরা।