সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
সভার ছিলেন বাংলাদেশ আ.লীগ ১ নং বদরখালী ইউনিয়ন আওয়ামী লীগের সদ্য দ্বায়িত্ব প্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আল আমীন এর সঞ্চালনায় বর্ধিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী করেন বদরখালী ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সভাপতি মোঃ ইউনুস আলী।
বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা সদর উপজেলা আ.লীগ এর সভাপতি জনাব মোহ সিদ্দিকুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা সদর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ অলি সহ ইউনিয়নের অনান্য নেতৃবৃন্দ।
এ সময় নেতাকর্মীরা তাদের বক্তব্যে বলেন,আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রধান,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যাকে নৌকা দিয়ে পাঠিয়েছেন আমরা তার পক্ষে কাজ করবো এবং বরগুনা-১ আসন আমরা বাংলাদেশ আওয়ামী লীগকে উপহার দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।