জাহিদুল ইসলাম, জেলা প্রতিনিধি পটুয়াখালীঃ পটুয়াখালীর দুমকীতে বাংলাদেশ কৃষি ব্যাংক দুমকী শাখার উদ্যোগে শেখ হাসিনা ক্যান্টনমেণ্ট প্রকল্পের আওতায় অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণের টাকা আমানত রাখার ব্যাপারে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেল ৩টায় দুমকী উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের আলগী গ্রামের সোহরাফ হোসেন তালুকদার বাড়ির আঙিনায় উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক, পটুয়াখালীর উপমহাব্যবস্থাপক আশফাকুর রহমান। এসময় কৃষি ব্যাংক, দুমকী শাখার ব্যবস্থাপক মোঃ সুলতান মাহমুদ নাদিম উপস্থিত থেকে ব্যাংকের বিভিন্ন সেবা ও সুবিধা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
এসময় পাঙ্গাশিয়া ইউপি সদস্য মোঃ সরোয়ার হোসেন শিকদার, মোঃ সোহরাফ হোসেন তালুকদার, আব্দুল হক তালুকদার, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ২’শতাধিক সুবিধাভোগী ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।