তানসেন আলী মন্টু বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রামে খেলার মাঠের পাশে জুয়ার আসরে পুলিশ অভিযান চালিয়ে পাঁচজন জুয়াড়িকে গ্রেফতার করেছে। এসময় জুয়া খেলার সরঞ্জামাদি জব্দ করা হয়।
গতকাল মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃত জুয়াড়িদের বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। এরআগে সোমবার দিবাগত রাতে উপজেলার ভাটরা ইউনিয়নের নাগড়া এলাকা থেকে জুয়াড়িদের গ্রেফতার করে কুমিড়া পুলিশ।
তারা হলো- নাগড়া গ্রামের মৃত ইব্রাহিম আলীর ছেলে আব্দুল খালেক (৪৮), একই গ্রামের এমদাদুল হকের ছেলে জিসান আলী (২২), মৃত মফিজ উদ্দিনের ছেলে আব্দুর রহমান (৫০), বায়েজিদ আলী (৫২) এবং পৌরসভার নামুইট মহল্লার নাসির উদ্দিনের ছেলে উজ্জল মিয়া (২১)।
জানা গেছে, নাগড়া পশ্চিমপাড়ার খেলার মাঠের পূর্বপাশে মধ্যরাতে তাসের মাধ্যমে জুয়ার আসর চলছিল। খবর পেয়ে কুমিড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক হায়দার আলীর নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযান চালায়। পাঁচ জুয়াড়িকে আটক করাসহ জুয়া খেলার সরঞ্জামাদি জব্দ করা হয়। নন্দীগ্রাম থানার ওসি আজমগীর হোসাইন আজম এ তথ্য নিশ্চিত করেছেন।