সিপন রানা নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুরে ধুবড়িয়া ইউনিয়নে ‘লাল গোলাপ স্পোর্টিং ক্লাব’ আয়োজিত তৃতীয় বার্ষিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট এর উদ্বোধন খেলায় বিজয়ী হয়েছে সাংবাদিক ইউসুফ হোসেন লেনিন এর পরিচালিত দল চাঁন চেয়ারম্যান একাডেমি। মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাতে ধুবড়িয়া পূর্ব পাড়া বাজার সংলগ্ন মাঠে এই উৎসবমুখর টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন করেন ধুবড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শফিকুর রহমান খান শাকিল এবং টুর্নামেন্ট পরিচালনা করেছেন ধুবড়িয়া ইউনিয়ন আ.লীগ সাধারণ সম্পাদক মো. শিহাব উদ্দিন।
ধুবড়িয়া ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান মরহুম চাঁন মিয়া’র নাতি ইউসুফ হোসেন লেনিন বলেন, আজকের এই উদ্বোধন খেলায় বিজয়ী হয়ে আমরা ব্যাপক আনন্দিত। ধুবড়িয়া ইউনিয়নের প্রায় সকল টুর্নামেন্টে আমি অংশগ্রহণ করার চেষ্টা করি। সমাজে খেলাধুলা চলমান রাখতে আমাদের তরুণদের এগিয়ে আসতে হবে। ইনশা’আল্লাহ আমরা আশাবাদী আগামীতে সেমি-ফাইনালে জয়ী হয়ে ফাইনাল নিশ্চিত করবে চাঁন চেয়ারম্যান একাডেমি।
উক্ত খেলায় ‘চাঁন চেয়ারম্যান একাডেমি’ ও ‘ঘিওর ব্রাদার্স মানিকগঞ্জ’ দুটি দল অংশগ্রহণ করে। এতে আরো উপস্থিত ছিলেন, ধুবড়িয়া ৯ নং ওয়ার্ড আ.লীগ সাধারণ সম্পাদক মো. জুয়েল রানা, বিশিষ্ট ব্যবসায়ী মো. আব্দুল সাত্তার মিয়া, আয়োজক কমিটি’র মো. রাকিব মিয়া, শুভ মিয়া, মো. সবুজ মিয়া, মো. সুজন মিয়া সহ স্থানীয় সম্মানিত ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, গত ৩ ডিসেম্বর তারিখে ধুবড়িয়া ‘ইয়ুথ ক্লাব’ আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল ইতিমধ্যে নিশ্চিত করেছে চাঁন চেয়ারম্যান একাডেমি।