সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে বরগুনার আমতলীতে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (বৃহস্পতিবার) বেলা ১১টায় আমতলী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ মজিবুর রহমান।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আবদুল্লাহ আবু জাহের, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ তামান্না আফরোজ মনি, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান,কুকুয়া ইউপি চেয়ারম্যান মোঃ বোরহান উদ্দিন আহমেদ মাসুম তালুকদার,হলদিয়া ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু মল্লিক, গুলিশাখালী ইউপি চেয়ারম্যান অ্যাড: এইচ,এম মনিরুল ইসলাম মনি,সিনিয়র মৎস্য কর্মকর্তা হালিমা সরদার।
সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সামসুদ্দিন আহম্মেদ সানু,পৌরসভার প্যানেল মেয়র মীর হাবিবুর রহমান,দৈনিক সমকাল প্রতিনিধি মোঃ জাকির হোসেন,আমতলী প্রেসক্লাবের সভাপতি খায়রুল বাশার বুলবুল,আমতলী সাংবাদিক ইউনিয়নের সভাপতি জসিম উদ্দিন সিকদার, আমতলী অনলাইন প্রেস ক্লাবের সভাপতি খান মোঃ সাইফ উদ দৌলা শাওন, বাংলাদেশ সাংবাদিক ক্লাব আমতলী উপজেলা শাখার সভাপতি বিপ্লব চন্দ্র দাস ও আমতলী রিপোর্টার্স ফোরাম এআরএফ এর সাধারণ সম্পাদক সুমাইয়া।
সভায় আরও উপস্থিত ছিলেন, আমতলী উপজেলার মুক্তিযোদ্ধাগন,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারী প্রতিষ্ঠানের প্রধানরাও উপস্থিত ছিলেন।