মিশিকুল মন্ডল জয়পুরহাট বিশেষ প্রতিনিধি:
জয়পুরহাট জেলাধীন কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হায়াত এর সভাপতিত্বে, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোঃ ছাইফুল ইসলামের সঞ্চালনায় এবং উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের পেশ ইমাম ও খতিব শায়েখ মোহাম্মদ মামুনূর রশীদ এর দোয়া পরিচালনার মাধ্যমে কালাই বাসস্ট্যান্ড সংলগ্ন মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে সকাল ৯ টায় পুষ্পস্তবক অর্পণের পরে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালাই উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মিনফুজুর রহমান মিলন।
বক্তব্য রাখেন কালাই পৌরসভার মেয়র রাবেয়া সুলতানা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মনীশ চৌধুরী, কালাই ডিগ্রি কলেজের অধ্যক্ষ ধজেন্দ্রনাথ, কালাই সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ আজিজার রহমান, কালাই থানার ওসি মোঃ ওয়াসিম আল বারী প্রমুখ।