বাগমারা প্রতিনিধিঃ বাগমারার উপজেলার তাহেরপুর পৌর সভায় মহান বিজয় দিবসে শহিদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪ আসনের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত প্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদ।
পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি বলেন,মহান মুক্তিযুদ্ধে সকল শহিদদের জানাই বিনম্র শ্রদ্ধা সেই সাথে সকল মুক্তিযোদ্ধাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা। তাঁদের রক্তের বিনিময়ে অর্জিত এই দেশ আর কখনো স্বাধিনতা বিরোধী শক্তির কাছে মাথা নত করবে না।মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাবে বাংলাদেশ।
তিনি আরও বলেন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শ সবার মাঝে ছড়িয়ে দিতে কাজ করছে সকল আওয়ামী লীগের নেতাকর্মীরা।
তাহেরপুর পৌর আওয়ামী লীগের আয়োজনে এসময় উপস্থিত ছিলেন, তাহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবু বাক্কার মৃধা মুনসুর, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি কাওসার, তাহেরপুর ডিগ্রি কলেজ অধ্যক্ষ এসএম জিয়া উদ্দিন টিপু, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুর রহমান বিপ্লব, তাহেরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জবান আলী, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসানুজ্জামান মীর, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস ছালাম, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক সোহেল রানা, সাবেক ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা কোরবান খাঁ প্রমুখ।