নয়ন রায় দিনাজপুরঃ স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী বীর শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।
মহান বিজয় দিবস উপলক্ষে শনিবার (১৬ ডিসেম্বর ২০২৩) সকালে কাহারোল উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাসিমা বেগম, জেলা পরিষদের সদস্য মিরা মাহবুবা, উপজেলা যুব লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ মোস্তফা আলম, উপজেলা কৃষক লীগের সভাপতি ওয়াজেদ আলী, সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এর আগে মহান বিজয় দিবস উপলক্ষে বীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এমপি গোপাল।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য মো. নুর ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মো. শামিম ফিরোজ আলম,