রিয়াজুল হক সাগর,রংপুর প্রতিনিধি:
১৫ ডিসেম্বর/২০২৩, শুক্রবার বিকেল ৪.০০ টায় মহান বিজয় দিবস উপলক্ষে অভিযাত্রিক সাহিত্য ও সংস্কৃতি সংসদের ২৩১৬ তম সাপ্তাহিক সাহিত্য আসর ” বিজয়ের শব্দাবলী” শীর্ষক শিরোনামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অভিযাত্রিক সভাপতি রানা মাসুদ। আসরে ছড়াকার, কবি, ও গীতিকার সাঈদ সাহেদুল ইসলাম-এর প্রাণবন্ত উপস্থাপনায় লেখা পাঠ করেন রানা মাসুদ, তৈয়বুর রহমান বাবু, মাহবুবুল ইসলাম, সালমা সেতারা, বিমলেন্দু রায়, বাশার ইবনে জহুর, বজলুর রশীদ, জাহিদ হোসেন, শাহিনা সুলতানা, মাহমুদ ইলাহী মন্ডল, মাসুদ বশীর, কামরুজ্জামান দিশারি, রায়হান আহমেদ রিমন, মুরাদুজ্জামান হাবীব, তাপস মাহমুদ, রেজাউল করিম বসুনীয়া, রোমানুর রহমান রোমান, গোলাম রব্বানী রেজাউল করিম জীবন প্রমুখ ।
আসরে পঠিত লেখাগুলো নিয়ে সম্মানিত সভাপতি তার আলোচনায় নিজস্ব অনুভূতি ব্যক্ত করেন।
আসরে সংগীত পরিবেশন করেন সংস্কৃতি সম্পাদক ফারহান শাহীল লিয়ন, সহ -সংস্কৃতি সম্পাদক তৈয়বুর রহমান ডিকু ও সুচিত্রা স্বাধীন। পরিশেষে সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে আসর শেষ করা হয়।