লুৎফুর রহমান রাকিব,কুমিল্লা জেলা প্রতিনিধি।
কুমিল্লা জেলার লালমাই উপজেলায় ফেনসিডিলসহ সাইফুল ইসলাম সুমন (৩৭) এবায়েদুল্লাহ প্রঃ শিমুল (৩৩) আশরাফুল ইসলাম চৌধুরী সজল নামে ৩ মাদক ব্যবসায়ী আটক করেছে লালমাই থানা পুলিশ।
লালমাই থানায় কর্মরত এসআই জামিল মিঞা সঙ্গীয় ফোর্সসহ আসামী ১। সাইফুল ইসলাম সুমন (৩৭), পিতা-আব্দুল বারী, মাতা-হাফেজা বেগম, সাং-কাকসার (শ্রীরামপুর), পোঃ আলীশ্বর,থানা- লালমাই ২।গ এবায়েদুল্লাহ প্রঃ শিমুল (৩৩), পিতা- জয়নাল আবেদীন, মাতা-ফিরোজা বেগম, সাং-ভাটরা, পোঃ আটিটি বাজার, থানা-লালমাই, ৩। আশরাফুল ইসলাম চৌধুরী সজল (৩২), পিতা-মৃত নুরুল ইসলাম চৌধুরী, মাতা-মৃত হাফিজা ইসলাম চৌধুরী, সাং- বড়তুপা, পোঃ ডুরিয়া বিষ্ণুপুর, থানা-লাকসাম, সর্ব জেলা-কুমিল্লা গনকে হরিশ্চর বাজার হতে ১০ বোতল ফেনসিডিল যাহার মধ্যে ৪ বোতল সম্পূর্ণ খালি ও ৬ বোতল সম্পূর্ণ ভর্তি অবস্থায় ধৃত করে মাদক আইনে মামলা দায়ের করিয়াছে। লালমাই থানার মামলা নং ৪ তাং ১০/১২/২৩, ধারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৪(খ)/৪১