আজিজুর বিশ্বাস,স্টাফ রিপের্টার।
নড়াইলের লোহাগড়া উপজেলায় বিভিন্ন আয়োজনে মধ্যে দিয়ে পালিত হলো ৫২ তম মহান বিজয় দিবস ( ১৬ ডিসেম্বর) ২০২৩।
১৯৭১ সালে এই দিনে পাকিস্তান হানাদার বাহিনী ঢাকার রেসকোর্স ময়দানে আত্মসমর্পণের মাধ্যমে লাভ করেছিলো বাংলাদেশের বিজয়।
সেদিন বাংগালী জাতি পেয়ে ছিলো লাল সবুজের পতাকা। দীর্ঘ ৯ মাস যুদ্ধে ৩০ লাখ শহীদের রক্তের বিনিময় অর্জিত হয়ে ছিলো বাংগালী জাতির একটি মানচিত্র যার নাম নাম বাংলাদেশ।
সেই থেকে প্রতি বছর রাষ্টীয় মর্যাদায় এই দিনটি পালন করা হয়।
১৬ ই ডিসেম্বর শনিবার বিজয় দিবস উপলক্ষে সকালে লোহাগড়া উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান নড়াইল ২ আসনের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান সিকদার আব্দুল হান্নান রুনু, লোহাগড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদুর রহমান,মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতি,
উপজেলা পরিষদ ও প্রশাসনে পক্ষে উপজেলা চেয়ারম্যান সিকদার আব্দুল হান্নান রুনু, উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস, সহকারী কমিশনার (ভুমি) আফরিন জাহান,ভাইস চেয়ারম্যান বিএম কামাল হোসেন,ফারহানা ইয়াসমিন ইতি, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সহ উপস্থিত উপজেলার কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
এসময় লোহাগড়া থানা পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন লোহাগড়া থানার ওসি কান্চন কুমার রায় সহ পুলিশের কর্মকর্তাগন।
তাছাড়া বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও স্কুল, কলেজের পক্ষ থেকে ও শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে শেষ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা চেয়ারম্যান সিকদার আব্দুল হান্নান রুনু ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস বীরমুক্তিযোদ্ধাদের সাথে কুশল বিনিময় ও মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন শেষে স্বাধীনতার বিভিন্ন ডিসপ্লে উপভোগ উপভোগ করেন। এসময় হাজার হাজার মানুষ এই মনোজ্ঞ অনুষ্ঠান উপভোগ করেন।