“কাল যেখানে আঁধার ছিল আজ সেখানে আলো।
কাল যেখানে মন্দ ছিল, আজ সেখানে ভালো।
কাল যেখানে পরাজয়ের কালো সন্ধ্যা হয়,
আজ সেখানে নতুন করে রৌদ্র লেখে জয়।”
-কবি শামসুর রাহমান এর রৌদ্র লেখে জয় কবিতা থেকে নেয়া…!
কলম যোদ্ধা পরিবারের পক্ষ্য থেকে সবাইকে জানাই মহান বিজয়ের ৫২তম বছরের শুভেচ্ছা।