শাহ্ আলী বাচ্চু জামালপুর সংবাদদাতাঃ জামালপুরের ইসলামপুরে বাড়ির সামনের রাস্তায় খেলার সময় ট্রাক্টরের চাপায় মোহাম্মদ আলী নামে আড়াই বছর বয়সী এক শিশু নিহত হয়েছে।
শনিবার ১৬ ডিসেম্ সকালে উপজেলার কুলকান্দী ইউনিয়নের কুলকান্দী মধ্যপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু মোহাম্মদ আলী ওই এলাকার মো. শফিকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই ইউনিয়নের মধ্যপাড়া জামে মসজিদের নির্মাণকাজের জন্য একটি ট্রাক্টরে বালু আনা হচ্ছিল। বাড়ির রাস্তায় শিশুটি খেলছিল। ট্রাক্টরটি বালু নামিয়ে পেছনের দিকে যাচ্ছিল। এ সময় ট্রাক্টরের পেছনের চাকায় শিশুটি পিষ্ট হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় শিশু মোহাম্মদ আলী।
ইসলামপুর থানার ওসি সুমন তালুকদার বলেন, ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার পরপরই ট্রাক্টরটি নিয়ে পালিয়েছেন চালক। রিপোর্ট লেখা পযন্ত কোন মামলা দায়ের হয়নি।