মোঃ মোবারক হোসেন নাদিম, নরসিংদী প্রতিনিধি :নরসিংদী জেলাতে হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৩ই অনুষ্ঠিত হয়েছে। মারকাযুল নূর ইন্টারন্যাশনাল মাদরাসার উদ্যোগে নরসিংদী জেলা ব্যাপী হাফেজ ছাএদের দস্তারবন্দী ও হিফজুল কোরআন প্রতিযোগিতা ও এসলাহী মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থান ভৈরব বাসস্ট্যান্ডে পশ্চিম পাশে ভেলা নগর।
একাধিক বার জেলা ও জাতীয় পার্যায়ে স্বর্ণপদক প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান মারকাযুন নূর ইন্টারন্যাশনাল মাদরাসা। উক্ত হিফজুল কোরআন প্রতিযোগিতা দুইশত ছাএ বিভিন্ন উপজেলা গুলো থেকে অংশগ্রহণ করেন। সকল প্রতিযোগিতা মাঝে ১০ জনকে সনদ প্রদান করেন এবং পাঁচজনকে বিজয়ী ঘোষণা করেন প্রথম বিজয়ীকে পাঁচ হাজার, দ্বিতীয় বিজয়ীকে চার হাজার তৃতীয় বিজয়ীকে তিন হাজার চতুর্থ ও পঞ্চম বিজয়ীকে দুই হাজার করে নগদ অর্থ প্রদান করা হয়েছে।
দুটি দলে বিভক্ত করে পুরস্কার বিতরণ করা হয়েছে। বেশ কিছু কোরআনে হাফেজ কোরআনে হাফেজকে পাগড়ি প্রদান করা হয়। উক্ত হিফজুল কোরআন প্রতিযোগিতার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব ফখরুল হাসান ও উদ্বোধন হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ বাদল সরকার। সভাপতিত্বে জনাব,শাহাদাত হোসাইন এবং প্রধান মেহমান আলহাজ্ব ফিরোজ মাহানুর।
বিশেষ প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ কাজী ফারুক, জনাব,মোঃ আনিছুর রহমান লিটন,জনাব, মোঃ জিল্লুর রহমান জনি সহ এত মাদরাসার শিক্ষক ও ছাত্র ছাত্রী বৃদ্ধ।