আসিফ মাহবুব, বগুড়া সদর প্রতিনিধি: শনিবার বিকেলে মহান বিজয় দিবস উপলক্ষে শহরের বৃন্দাবনপাড়া রাইজিং ক্লাবের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু। এ সময় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি বগুড়া জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আল রাজি জুয়েল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু ওবায়দুল হাসান ববি, আলহাজ্ব নওশাদ উর রহমান নিশান মন্ডল, ছাত্র লীগ নেতা মিম পোদ্দার। মনিরুল ইসলাম রিমেনের সঞ্চালনায় এবং সহ সভাপতি আঃ মোত্তালেবের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অত ক্লাবের সাধারন সম্পাদক শরিফুল ইসলাম রাজু, শিক্ষক নজরুল ইসলাম, ১৬,১৭,১৮ নং ওয়ার্ডের কাউন্সিলর মুক্তি বেগম, সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজমিনুর রহমান স্বাধীন । অনুষ্ঠানে ১২ জন মুক্তি যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে।