ইব্রাহীম মিঞা, বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুরের বিরামপুরে ৫২ তম মহান বিজয় দিবস বিরামপুর উপজেলা প্রশাসন ও বিরামপুর পৌরসভার সহযোগিতায় নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়।
শনিবার (১৬ ডিসেম্বর) সকাল হতে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয় মহান বিজয় দিবস। বিরামপুর ঐতিহ্যবাহী আনসার মাঠে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে আনন্দ উৎসব মুখর ছিল পুরো আনসার মাঠ প্রাঙ্গন। এই উৎসব মুখর পরিবেশে ১০ টাকায় ঘুড়ি বিক্রি করে বিজয়ের আনন্দ ছড়িয়ে দিলেন কচিকাচাদের মাঝে।বিরামপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের ইসলামপাড়া গ্রামের ছোটকা ভাই (৫৮)। সে সকলের কাছে ছোটকা নামেই পরিচিত।সে প্রায় সময় নদীর পাড়ে বড়সি দিয়ে মাছ ধরেন। সকাল হতে সন্ধ্যা পর্যন্ত সে বড়শি দিয়ে মাছ ধরায় ব্যাস্ত থাকেন। সন্ধ্যার পর গ্রামের সকলের সাথে হাসিমুখে কথা বলেন ও দাবা, কেরামসহ বিভিন্ন খেলা দেখার পাশাপাশি খেলেও থাকেন। আজকে মহান বিজয় দিবস উপলক্ষে রঙিন ঘুড়ি নিজে তৈরি করে আনসার মাঠে এক পাশে একটি ছোট টুল নিয়ে আম গাছের সাথে ঘুড়ি টাঙ্গিয় বেচাকেনা করেন।এ ঘুড়িগুলো বেশ সুন্দর আকাশে উড়ে আর আকর্ষণীয়।ছোটকার ঘুড়ি বেচা ও আকাশে উড়ানো মনে করিয়ে দেয় অনেকের সেই শৈশবের দিনগুলোকে। শৈশবের দিনগুলোকে মনে করেই অনেকেই ছোট ছেলে-মেয়েদের পাশাপাশি কেনেন এই ঘুড়ি। ছোটকার সাথে কথা বললে তিনি জানান, আমি আজকে প্রায় ৯০টি ঘুড়ি বানিয়েছি যা বানাতে আমার প্রায় ২০০ টাকার বেশি খরচ হয়েছে।সকাল ১১.৩০ ঘটিকা হতে দুপুর ২ ঘটিকা পর্যন্ত প্রায় ৭০টি ঘুড়ি বিক্রি করেছি এতে করে আমার ভালো আয় হয়েছে।