সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার আমতলীতে বেসরকারি সংস্থা উদ্দীপন কর্তৃক উপজেলার জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীদের
উপবৃত্তি প্রদান করা হয়েছে।
আজ ১৮ ডিসেম্বর সোমবার সকাল দশটায় বেসরকারি সংস্থা উদ্দীপন এর বরিশাল জোন এর তত্বাবধানে ও আমতলী অঞ্চলের আয়োজনে শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তির নগদ টাকা প্রদান করা হয়েছে।
উদ্দীপন আমতলী অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত উপবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট এম এ কাদের মিয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শফিউল আলম, উদ্দিপনের আমতলী শাখা ব্যবস্থাপক মোঃ ইলিয়াস, আমতলী অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম রনি মল্লিক প্রমুখ।
উল্লেখ্য,উদ্দিপনের আমতলী উপজেলার ৬টি শাখার ২০২৩ইং সালের এসএসসি জিপিএ ৫প্রাপ্ত ৬ মেধাবী শিক্ষার্থীদেরকে নগদ পাঁচ হাজার করে ত্রিশ হাজার টাকা প্রদান করা হয়েছে।