“নারী হলো সেরা”
মাহবুবা আক্তার মিমি
একটা প্রশ্ন করতে চাই
বাবা কিংবা ভাই,
সত্যি কি তোমাদের কাছে?
নারীর অবদান নাই।
জান্নাত মাঝে আদি পিতার
সুখে থাকার কথা,
তবুও কেনো ছিলো বলো
শুন্যতা অনুভব ব্যথা।
সেই জন্য আল্লাহ তায়া’লা
সৃষ্টি করলেন হাওয়া,
তখন যেনো আদম পিতার
পূর্ণ হলো পাওয়া।
নারীর অনুপ্রেরণা ছাড়া পুরুষ
হয়নি কভু বীর,
নারীর উৎসাহ সহানুভূতি পেয়ে
পুরুষ ছুঁড়ে তীর।
বলছি শুনো নারীর অপমান
করছে তবে যারা,
বিজয় পুরুষের আসল ইতিহাস
সত্যি জানেনা তারা।
নারীর অবদান বলতে গেলে
শেষ হবে খাতা,
বলছি তবে নিজেই দেখো
ইতিহাসের সেই পাতা।
লক্ষ কোটি নেয়ামত দিয়ে
এই পৃথিবী ঘেরা,
তার মধ্যে শ্রেষ্ঠ জানো
নেককার নারী সেরা!