মোঃ সবুজ মিয়া, নীলফামারী প্রতিনিধিঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-৪ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে আজ। আসনটিতে দলের প্রার্থীকে দলীয় ও দুইজন স্বতন্ত্র প্রার্থীকে প্রতীক দেওয়া হয়।
সোমবার (১৮ই ডিসেম্বর) সকালে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রতীক বরাদ্দ করেন নীলফামারী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা পঙ্কজ ঘোষ।
জাতীয় পার্টির (মহাজোট) মনোনীত প্রার্থী, আহসান আদেলুর রহমান আদেল পেয়েছেন দলীয় প্রতীক- লাঙ্গল।
আওয়ামিলীগের মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী মোঃ মোখছেদুল মোমিন পেয়েছেন- ট্রাক প্রতীক।
জাপা মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী মোঃ সিদ্দিকুল আলম সিদ্দিকী পেয়েছেন-কাঁচি প্রতীক।
উল্লেখযোগ্য, আজ থেকে আগামী ৫ই জানুয়ারি অব্ধি চলবে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার-প্রচারণা এবং আগামী ৭ই জানুয়ারি অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।