হাজী মো লুৎফুর রহমান রাকিবঃ ছেলেটি ভৈরব বাজার রেলওয়ে স্টেশনে সারাদিন ঘোরাঘুরি করছে সাহায্য চাচ্ছে। সে বলছে সবাই ৫/১০ টাকা দিয়ে দেয়।কেউ আমাকে হাসপাতালে নিয়ে যায় না,আমি বললাম চন্ডিবের হাসপাতাল যাও নাই সে বলল গিয়েছিলাম তারা বলে এখানে কোন চিকিৎসা নাই বলে বের করে দেই।সে বলছে মাথার ব্যাথায় অনেক দিন ধরে ঘুমাতে পারছে না।আর এই মাথা দেখে কোন হোটেলে খেতে দিচ্ছে না।ভৈরবের অনেক স্বেচ্ছাসেবক দল আছে অনেক মানবতা ফেরিওয়ালা আছে।দেখেন না সবার সহযোগিতা যদি সে বেঁচে যায়।কেউ যদি ঢাকা মেডিকেল কলেজ ভর্তি করিয়ে দিত?????যদি কিছু করতে না পারি …! অন্তত শেয়ারের মাধ্যমে মানবিক ফেরিওয়ালাদের পাশে খবটা পৌছিয়ে দিয়েন।