শাহ্ আলী বাচ্চু জামালপুর প্রতিনিধি:
জামালপুর-১ আসনের দেওয়ানগঞ্জ উপজেলার কামেল মাদরাসার মাঠে নৌকার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। ২১ ডিসেম্বর বৃহস্পতিবার বিকালে দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন জামালপুর-১ আসনের এমপি সাবেক মন্ত্রী আবুল কালাম আজাদ।
সভায় বক্তব্য রাখেন জামালপুর-১ আসনের এমপি সাবেক মন্ত্রী আবুল কালাম আজাদ, জামালপুর-১ আসনে নৌকার এমপি প্রার্থী নূর মোহাম্মদ, দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ, উপজেলা চেয়ারম্যান সোলায়মান হোসেন সোলাই, সাবেক চেয়ারম্যান মমতাজ উদ্দিন ও দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাজাহান আলী আকন্দ।
নির্বাচনী জনসভায় দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতা কর্মী ও বিপুল সংখ্যক জনসাধারণ উপস্থিত ছিলেন।
শাহ্ আলী বাচ্চু।