সিরাজুল ইসলাম পলাশ, লালমনিরহাট জেলা প্রতিনিধঃ লালমনিরহাটের হাতীবান্ধায় এক ভয়াবহ অগ্নিকান্ডে তিনটি পরিবারের সর্বস্ব আগুনে ভষ্মিভূত হয়েছে।
শুক্রবার রাত ৯ঃ৩০ মিনিটে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের পশ্চিম বেজগ্রাম এলাকার সাজু উদ্দিনের বাড়িতে এক ভয়াবহ অগ্নিকুণ্ডের সূত্রপাত হলে মুহূর্তে তা ছড়িয়ে পড়ে। ফলে পাশাপাশি থাকা শাহিনুর রহমানের বাড়ি ভেলু মিয়ার বাড়ি আজিজুল ইসলামের বাড়ির সবকিছু আগুনে পুড়ে সম্পূর্ণরূপে ভর্তীভূত হয়।
আগুন লাগার পরমুহুর্তে ফায়ার সার্ভিসে ফোন দিলে প্রায় ৪০ মিনিট পর ফায়ার ব্রিগেডের গাড়ি ঘটনা স্থলে উপস্থিত হয়।
ততক্ষণের তিনটি পরিবারের আটটি থাকার ঘরসহ নিত্য প্রয়োজনীয় সর্বস্ব আগুনে ঘষিভূত হয়ে পরিবার তিনটি সম্পূর্ণরূপে নিঃস্ব হয়ে পড়ে। আগুনে জামা কাপড় নগদ টাকা সহ সোনালংকার পুড়ে যায়।
এলাকাবাসীর অভিযোগ ফায়ার বিগেটের গাভী সময় মত না আসার কারণেই তিনটি পরিবার আজ নিঃস্ব।
জানা যায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হলে তা মুহূর্তে ছড়িয়ে পড়ে।
আগুন লাগার পরপরই ঘটনাস্থ্যের উপস্থিত হন পার্টিকাপড়া ইউপি চেয়ারম্যান মোঃ মজিবুল আলম সাহাদাত।