জেলা প্রতিনিধি পটুয়াখালীঃ গাঁজাসহ মিজান সরদার (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে দুমকী থানা পুলিশ।
সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাত৮টা ৪০ মিনিটে মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনায় নিয়োজিত দুমকী থানার এসআই মোঃ মনিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের রাজাখালী গ্রামের
আব্দুর রব হাওলাদার এর বাড়ির সামনে কালভার্ট সংলগ্ন পাকা রাস্তার উপর হইতে আসামী মিজান সরদার (৪৫), পিতা-মৃত সালাম সরদার, সাং মৌকরন, ৬নং ওয়ার্ড, ডাকঘর মধ্য নলুয়া, থানা-বাকেরগঞ্জ, জেলা-বরিশালকে ১’শ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেন।
দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, এব্যাপারে দুমকী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মামলা নং -১১, তারিখ: ২৮-১২-২৩ইং।