শাহ্ আলী বাচ্চু,জামালপুরের দেওয়ানগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে জিহাদ হোসেন বাবু (১৮) নামে এক জনের মৃত্যু হয়েছে। শুক্রবার উপজেলার সদর ইউনিয়নের তিলকপুর পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত জিহাদ হোসেন বাবু ওই গ্রামের ছামিউল হকের ছেলে।
জানা যায়, গত বছর এসএসসি পরীক্ষা দিয়ে অকৃতকার্য হয়েছিল জিহাদ হোসেন বাবু। চলতি বছর আবার এসএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল। শুক্রবার নিজ ঘরে বিদ্যুতের কাজ করতে গিয়ে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হলে তার মৃত্যু হয়।
তার মা জানান, জিহাদ বিদ্যুতের কাজ জানতো। মাঝে মাঝে সে নিজ বাড়ির বিদ্যুতের কাজ করতো। শুক্রবার কাজ করতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।
বিষয়টি নিশ্চিত করে দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস জানান, জিহাদ হোসেন বাবুর মৃত্যুর বিষয়ে কারো কোনো অভিযোগ নেই। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।