সোহাগ গাজী, স্টাফ রিপোর্টার,বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন (বিকেএ) সহযোগিতায় ও কেন্দুয়া উপজেলা শিশু বিকাশ ফাউন্ডেশন এর তত্ত্বাবধানে বেসরকারি বৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়।
আজ ২৯ শে ডিসেম্বর ২০২৩ ইং রোজ শুক্রবার সকাল ১০ ঘটিকা হতে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন নেত্রকোনা জেলা শাখার শিক্ষা সচিব ও কেন্দুয়া উপজেলা শিশু বিকাশ ফাউন্ডেশনের চেয়ারম্যান, জনাব মনিরুজ্জামান এর দিকনির্দেশনা অনুয়ায়ী নির্ধারিত সময়ে পরিক্ষা শুরু করা হয়। কেন্দুয়া উপজেলায় সুনামধন্য ১০ টি প্রতিষ্ঠানের প্লে থেকে পঞ্চম শ্রেনীর মেধাবী শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
উক্ত বৃত্তি পরিক্ষার হল পরিদর্শকের দায়িত্ব পালন করেন কেন্দুয়া সরকারি কলেজের অধ্যক্ষ
জনাব উত্তম কুমার কর ও প্রভাষক
তৌহিদুল ইসলাম তৌহিদ, পরিক্ষা নিরীক্ষকের দায়িত্ব পালন করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন নেত্রকোনা জেলা শাখার সাংগঠনিক সচিব ও মিজানুর রহমান আকন্দ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক সাংবাদিক, লেখক সোহাগ গাজী ও বৈরাটী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব শেখর সরকার । পরিক্ষকের দায়িত্ব পালন করেন বৈরাটী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক নয়ন শেখ,রিয়াজুল হক রনি, এবং নতুন কুঁড়ি শিশু একাডেমি এর সহকারি শিক্ষক হাকিম মিয়া, এবং পান্না আক্তার ইতি। চাইল্ড পাওয়ার কিন্ডারগার্টেন এর সহকারি শিক্ষিকা তাসলিমা আক্তার এবং তামান্না আক্তার, আম্বিয়া বিদ্যাপীঠের সহকারি শিক্ষিকা মিম আক্তার ও তানিয়া আক্তার।
কোমলমতি শিক্ষার্থীদের উদ্দীপনার সহিত পরিক্ষায় অংশগ্রহণ করে। সুন্দর ও মনোরম পরিবেশে উক্ত পরিক্ষায় অনুষ্ঠিত হয়, সার্বিক নিরাপত্তা ব্যবস্থা করে বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যগন।