মহান বিজয় দিবস উপলক্ষে ডাবুয়া ক্রীড়া পরিষদের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ৩১ ডিসেম্বর রবিবার বিকেলে ডাবুয়াস্থ বট্টপাড়া মাঠে সম্পন্ন হয়েছে। খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে ওয়াই কে বি ফ্রেন্ডশীপ ক্লাব ৪-০ গোলের ব্যবধানে ডাবুয়া ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়নশীপ অর্জন করেন। ম্যান অব দ্যা টুর্নামেন্ট অর্জন করেন বিজয়ী দলের খেলোয়ার আতয় মং মারমা। পরে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে ট্রপিসহ প্রাইজমানি তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ ও ডাবুয়া ক্রীড়া পরিষদের নেতৃবৃন্দ। ডাবুয়া ক্রীড়া পরিষদের সভাপতি বিশ্বজিৎ বড়ুয়া টুন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাজ্জাদুল আলমের পরিচালনায় আয়োজিত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং ডাবুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রহমান চৌধুরী, উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক ও হলদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জিয়াউল হক চৌধুরী সুমন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মনছুর উদ্দিন, আমিরহাট ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ ইলিয়াস, আওয়ামীলীগ নেতা মোহাম্মদ শাহজাহান, যুবলীগ নেতা আব্দুল নবী, ডালিম বড়ুয়া, ছাত্রলীগ নেতা তীর্থ ধর। খেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এতে আরো সহযোগিতা করেন ডাবুয়া ক্রীড়া পরিষদের যুগ্ম সম্পাদক মোহাম্মদ সোয়েব, অর্থ সম্পাদক মোহাম্মদ মোরশেদ, সাংগঠনিক সম্পাদক সৌরাভুল ইসলাম নিজাম, ক্রীড়া সম্পাদক মহিবুল্লাহ্, সদস্য মোহাম্মদ আসিফ, মোহাম্মদ তুহিন, মোহাম্মদ হামজা, মোহাম্মদ মোমিন প্রমুখ।