ছোটগল্পঃ-
শিমুল হোসাইন
এক গ্রামে বসবাস করতো ছোট্ট একটা পরিবার। কিছুদিন আগেই তাদের পিতা মারা গেছেন। দুই ভাই ছিলো দুইজনই কাজ করতেন। কাজ করতেন না দুই বোন। অবশ্ব্য, বড় বোন কিছুদিন গার্মেন্টসে চাকরি করেছেন। কিন্তু সমস্য হলো ছোট বোনকে নিয়ে। সে কিছুতেই কাজ করতে নারাজ। তো বড় বোনও চাকরি ছাড়লেন। চাকরি ছেড়ে ভাবলেন, ছোট টাকে শায়েস্তা করবেন। কিন্তু ছোট বোন তো নাছোড়বান্দা। সে কোনো মতেই কোনো কাজ করবেন না।শুধু ঘুড়ে বেড়াবেন। এই শুরু হলো দুইবোনের তর্কাতর্কি। বড় বোনেরও কেবল ছোট বোনকে কাজের জন্য চাপ দেওয়া এছাড়া আর কাজ নেই। বড় বোন চাকরি ছেড়েছে তাও বছর তিনেক হবে। নিজেরও চাকরি নেওয়ার নাম নেই। কেবল,ছোটটাকে বোঝানো ছাড়া। এদের দুইজনের কাজ কারবার দেখে বেচাড়া মা, দুঃখে মারা গেলেন। তখন দুই মেয়েরই কাঁন্দন। বড় মেয়ে তখন বলতে লাগলো, এ আমি কি করলাম খোদা! এখন যে মাকে দাফন কার্য করার মতো অর্থও আমার কাছে নেই।
ঠিক হয়েছে! সময় থাকতে সময় ও অর্থের মর্ম বুঝিনি।
অন্তত আমি চাকরি করলেও আজকে এমন অর্থ কষ্ট হতো না।