আনোয়ার হোসেন (রাজ) কচুয়া চাদঁপুর প্রতিনিধি : মঙ্গলবার বিকেলে উপজেলার বাচাঁইয়া ব্রিকফিল্ড এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত কামরুল হক জানান, আগুন লাগার সময় বাড়িতে কেউ ছিল না।
এই বাড়িতে তিনিসহ আরো দুটি পরিবার বসবাস করত।
প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে অগ্নিকাণ্ডের খবর পান তিনি। ততক্ষণে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে নগদ টাকা, মূল্যবান আসবাবপত্রসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। তবে কিভাবে অগ্নিপাতের সূত্রপাত হয়েছে জানাতে পারেনি তিনি।
কচুয়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মাহাতাব মন্ডল জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ১ ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।