শাহজাহান কবির প্রধান,বোদা (পঞ্চগড়) প্রতিনিধি: আজ অঞ্জন মল্লিকের সভাপতিত্বে বোদা ভাসাই নগর প্রাইমারি স্কুলে শিশু স্বর্গের উদ্যোগে ১০০০ শিশুকে স্কুল ব্যাগ ও হুডি দেওয়া হয়।
উক্ত শীত বস্ত্র বিতরণের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা পুলিশ সুপার, এস এম শফিকুল ইসলাম,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোহাম্মদ মজনু মোল্লা ডিরেক্টর এভারেস্ট ফামাসিউটিক্যালস লিঃ,মোঃ ফারুক আলম টবি, চেয়ারম্যান উপজেলা পরিষদ বোদা,মোঃ আজাহার আলি মেয়র বোদা পৌর সভা, মোঃ ফিরোজ উল হাসান,সহযোগী অধ্যাপক ও প্রক্টর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, মোঃ শাহরিয়ার নজির,উপজেলা নির্বাহী কর্মকর্তা বোদা,মোঃ ইমরানুজ্জামান সহকারী কমিশনার ভূমি বোদা,মোঃ আমিনুল ইসলাম সাবেক অধ্যক্ষ পাথরাজ সরকারি কলেজ বোদা,মোহাম্মদ সোহেল পারভেজ,সিনেট সদস্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, মোঃ মোজাম্মেল হক অফিসার ইনচার্জ বোদা মডেল থানা,মোঃ আজমল আজাদ উপজেলা সহকারী শিক্ষা অফিসার, মোঃইউনুস আলি সহকারী শিক্ষা অফিসার বোদা,মোঃ মশিউল আলম মিন্টু,উপদেষ্টা শিশুস্বর্গ, রিয়েল প্রধান,মোঃআরিফুর রহমান কাউন্সিলর বোদা পৌরসভা। এসময় প্রধান অতিথির বক্তব্যে, অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় বলেন,আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎত।অভিভাবকদের উদ্দেশ্যে প্রধান অতিথি মহোদয় বলেন বাচ্চাদের হাতে আপনারা কখনো মোবাইল ফোন দিবেন না।উক্ত অনুষ্ঠানে বোদা উপজেলা সাতটি প্রাইমারি স্কুলের শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন। সর্বশেষে মনোজ্ঞ সংস্কৃতি অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।