নিজস্ব প্রতিবেদকঃ নওগাঁর নিয়ামতপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অসহায় ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
বুধবার (১৭ জানুুয়ারি)দুপুরে উপজেলা সভাকক্ষে উপজেলা মডেল প্রেসক্লাবের উদ্যোগে উপজেলা ৫০ জন অসহায় ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় উপজেলা মডেল প্রেসক্লাবের সভাপতি সভাপতিত্বে ও উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সনজিত কুমার দাসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ মোরশেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রূপম দাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক মানবকণ্ঠের পত্রিকার নওগাঁ জেলা প্রতিনিধি আইনুল হক,দৈনিক বর্তমান পত্রিকার উপজেলা প্রতিনিধি আব্দুল আজিজ, দৈনিক উত্তর কোণ পত্রিকার উপজেলা প্রতিনিধি সেলিম রেজা, রাজশাহী নিউজ 24 উপজেলা প্রতিনিধ জাহাঙ্গীর আলম,বাংলা এফ এম রেডিও উপজেলা প্রতিনিধি শফিকুল ইসলাম, দৈনিক রাজবার্তা পত্রিকার বিশেষ প্রতিনিধি মোফাজ্জেল হোসেন, দৈনিক গণ তদন্ত পত্রিকার উপজেলা প্রতিনিধি আবু তালেব প্রমুখ।