মাহফুজ রাজা:স্টাফ রিপোর্টার: চর কাটিহারী উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল হালিম মাষ্টার বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকাল ৫ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে পৌর এলাকার ঢেকিয়া নিজ বাসায় মৃত্যু বরণ করেছেন। ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিলো ৭০। মৃত্যু কালে তিনি দু’ছেলে, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আগামীকাল শুক্রবার (১৯ জানুয়ারী) সকাল ১১ টায় কিশোরগঞ্জের হোসেনপুরের ঢেকিয়া খেলার মাঠে প্রথম জানাযার নামাজ এবং দ্বিতীয় জানাযার নামাজ জুম্মাবাদ কালিয়ান বাজার ঈদগাহ মাঠে অনুষ্টিত হবে।
তিনি হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন প্রধান শিক্ষক ইসমাইল ফকিরের দ্বিতীয় সন্তান ছিলেন।