আরাফাত হোসেন, বিশেষ প্রতিনিধি (শিবগঞ্জ)চাঁপাইনবাবগঞ্জ: শিবগঞ্জে উপজেলা পরিষদের আয়োজনে আজ ১৮ জানুয়ারি ২০২৪ খ্রি. তারিখ উপজেলা প্রশাসন ভবনের সম্মেলন কক্ষে শিবগঞ্জ উপজেলা পরিষদের জানুয়ারি/২৪ মাসের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপজেলা নির্বাহী অফিসার জনাব এ, এফ, এম, আবু সুফিয়ান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ৪৩ চাঁপাইনবাবগঞ্জ-১ জনাব ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল। সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত)চেয়ারম্যান জনাব মোহা: গোলাম কিবরিয়া।
এসময় প্রধান অতিথি, নবনির্বাচিত মাননীয় জাতীয় সংসদ সদস্য, ৪৩ চাঁপাইনবাবগঞ্জ-১(শিবগঞ্জ) জনাব ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল-কে উপজেলা পরিষদের পক্ষ থেকে ফুলেল তোড়া দিয়ে অভিনন্দন জানানো হয়।
এসময় আরোও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জনাব মোসা: শিউলী বেগম, উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসারবৃন্দ, সংশ্লিষ্ট সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।