মোঃ মামুন খান বরিশাল প্রতিনিধি: বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে তরমুজ চাষ করেছেন তরুণ কৃষি উদ্যোক্তা সেলিম হাওলাদার। পৌরসভার ৬ নং ওয়ার্ডে তুলাতলা নদীর তীরে ৮৫ হাজার টাকায় ৪০০ শতাংশ জমি লিজ নিয়ে তরমুজ চাষ করেছেন এই উদ্যোক্তা। চরের মাটিতে উপযুক্ত আবহাওয়া ও বালু মিশ্রিত মাটি হওয়ায় জমিতে তরমুজের চাষ ভালো হয়েছে।
অধিকাংশ গাছে এখন তরমুজ ২ কেজি ওজনের হয়েছে। তরমুজের মাঠে ফুল ফোটার পাশাপাশি তরমুজের মুকুল এসেছে। রবি মৌসুমে এই চরের অধিকাংশ জমি খালি পড়ে থাকলেও চলতি বছর এখানে তরমুজ চাষ করে আশার আলো দেখছেন তরুণ এই কৃষি উদ্যোক্তা সেলিম হাওলাদার।
সেলিম হাওলাদারের বিস্তীর্ণ তরমুজের মাঠ জুড়ে সবুজ লতার সমারোহ। তরমুজ গাছে এখন ফুল ফলে ভরা। উপযুক্ত পরিবেশ হওয়ায় এবং তুলাতুলা নদীর পর্যাপ্ত পানি সরবরাহের ব্যবস্থা থাকায় চলতি বছর নভেম্বর মাসে তরমুজের বীজ বপন করেন।
তরমুজ চাষি সেলিম বলেন, তুলাতলী নদীর চরের মাটি ও আবহাওয়া তরমুজ চাষের উপযোগী হওয়ায় এখানে বাণিজ্যিকভাবে চাষের উদ্যোগ নেন। এখন পর্যন্ত তরমুজ চাষে তার প্রায় চার লাখ টাকা ব্যয় হয়েছে। উপজেলা কৃষি দপ্তর থেকে পরামর্শ ও কীটনাশক বা সার পেলে তরমুজ চাষে আরো উপকৃত হতেন। আবহাওয়া অনুকূলে থাকলে তরমুজ বিক্রয় করে প্রায় ৫ লাখ টাকা লাভবান হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা সুনিতী সাহা বলেন, বাকেরগঞ্জ পৌর এলাকায় প্রথম বারের মতো বাণিজ্যিকভাবে তরমুজ চাষ করা হয়েছে। তরমুজ খেত পরিদর্শন করে জৈবসার ব্যবহার ও রোগ প্রতিরোধের জন্য চাষিদের বিভিন্ন পরামর্শ দেয়া হবে। আবহাওয়া উপযোগী থাকলে ভালো ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে।