সোহাগ গাজী, নেত্রকোনা
নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার ৪ নং গড়াডোবা ইউনিয়নের ভরাপারা গ্রামে প্রতিষ্ঠিত অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান চাইল্ড কেয়ার একাডেমি এর ৩য় বার্ষিক সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান শনিবার (১৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়েছে।
চাইল্ড কেয়ার একাডেমির পরিচালক এজি এগ্রো ইন্ডাঃ লিঃ গ্রুপের রিজিওন্যাল ম্যানেজার মোঃ আশরাফুল হক টিপুর সভাপতিত্বে ও নাজমুল হুদা কায়সারের উপস্থাপনায় কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশন এবং স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষায়ক সম্পাদক ও ৪ নং গড়াডোবা ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব কামরুজ্জামান খান সোহাগ।
এসময় উপস্থিত ছিলেন চাইল্ড কেয়ার একাডেমি এর সহকারী প্রধান শিক্ষিকা জনাবা শাপলা আক্তার, সহকারী শিক্ষক মহসিন কবীর, হুসাইন কবির, শাহরিয়া ইমন সহকারী শিক্ষিকা লিপা আক্তার, তৃষ্ণা রানী সরকার, মারুফা আক্তার, মৌসুমি আক্তার, শারমিন আক্তার,ঋতু আক্তার, শামিমা আক্তার সহ প্রমুখ।
এ ছাড়াও অভিবাক সদস্য,এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।
দিন ব্যাপী ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।