মো:মেহেদী হাসান ফুয়াদ,দিনাজপুর জেলা প্রতিনিধি:
“দিনাজপুর সরকারি মহিলা কলেজকে সুরেন্দ্রনাথ সরকারি মহিলা কলেজ হিসেবে দেখতে চাই” এই শ্লোগানকে সামনে রেখে ২রা মার্চ শনিবার নানা আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হলো রামসাগর জাতীয় উদ্যানে সুরেন্দ্রনাথ কলেজের ছাত্র-ছাত্রীদের নিয়ে সপ্তম মহা মিলনমেলা।
জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও এসএন কলেজের প্রাক্তন ছাত্র আজিজুল ইমাম চৌধুরীর সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাফিজ উদ্দীন আহমেদ এমপি, নর্থ-সাউথ ইউনিভারসিটি’র অধ্যক্ষ অধ্যাপক ড. শরিফ উদ্দীন আহমেদ, সাবেক যুগ্ম সচিব ফরহাদ বানু চৌধুরী, সাবেক এমপি এ্যাডঃ আব্দুল লতিফ, দিনাজপুর ইনষ্টিটিউট ও নবরূপীর সভাপতি আব্দুস সামাদ মিলনমেলা উপ-কমিটির সদস্য সচিব মোঃ খায়রুল আনম ও দিনাজপুর ইনষ্টিটিউটের সহ সভাপতি প্রকৌঃ মহিউদ্দীন আলমগীর। স্বাগত বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ এমএ জব্বার। মিলনমেলায় সম্মানিত অতিথিদের মাঝে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয় রত্নগর্ভা মিসেস হীরা রায়, মুক্তিযোদ্ধা খালিদ চিশ্তী, মিসেস মাহাতাব আলী খান, প্রাক্তন এমপি এ্যাডঃ কাজী আবু জাফর মুহাম্মদ লুৎফর রহমান চৌধুরী, এ্যাডঃ মোঃ ওয়াজেদ আলী নভেল, মিসেস রশিদা খালেক, সমাজকর্মী জিয়াউর রহমান, ফরহাদ রানু চৌধুরী, লেঃ কর্নেল এএসএম হাদিউল ইসলাম ভূইয়া, প্রকৌঃ মহিউদ্দীন আলমগীর জুলফিকার আলী, মোঃ সামসুল আলম, অধ্যাপক হাফিজুল্লাহ, মিসেস রওশন আরা, এ্যাডঃ রফিকুল ইসলাম ঘুটু, কাজী বোরহান, মরহুম আলহাজ্ব দীল মোহাম্মদ (মরনোত্তর), ড. শরীফ উদ্দীন আহম্মেদ ও হাফিজ উদ্দীন আহম্মেদ। অনুষ্ঠানে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মধ্যে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন মোঃ কামরুজ্জামান আখতার, এ্যাডঃ আমিনুল ইসলাম তুফান, সাবেক অধ্যক্ষ শামসুল খালেদ চিশ্তী, মুরছালিন খান তূর্য্য, এমএ জব্বার, রবীন্দ্রনাথ দেবশর্মা, শাহ্ মাজেদা হোসেন, গুল বেগম ও মোঃ জুলফিকার আলী। বক্তারা বলেন, সুরেন্দ্রনাথ কলেজের মিলনমেলা অনুষ্ঠানের সকল স্মৃতিচারণ বক্তব্যগুলো একত্রিত করে একটি গ্রন্থ প্রকাশ করা হলে সেটা এসএন কলেজের একটি ইতিহাস হয়ে থাকবে এবং এসএন কলেজের শিক্ষার্থীদের প্রাণের দাবী দিনাজপুর সরকারি মহিলা কলেজকে দিনাজপুর সুরেন্দ্রনাথ সরকারি মহিলা কলেজ নামে প্রতিষ্ঠিত করা। শেষে নবরূপীর সাধারণ সম্পাদক সিফাত-ই-জাহান শিউ, মানস ভট্টাচার্য্য, রওনক আরা হক নীপা’র পরিচালনায় দিনাজপুরের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান নবরূপীর শিল্পীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রভাষক হারুন-উর-রশিদ। সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন শাহ্ মোঃ রফিকুল ইসলাম, আতিকুর রহমান নিউ ও শামসুজ্জামান চৌধুরী বাবু।